বাবুডাইং আলোর পাঠশালায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চারটি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডু, প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী লিবিয়ন হাঁসদা, ইসরাত জাহান, মো.আরাফাত, মোসা.তাহারিমা, রাবেয়া খাতুন ও তার দল, মরিয়ম খাতুন ও তার দল। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিস্কুট ও পানির বোতল উপহার দেয় বন্ধুসভার বন্ধুরা।

উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।