রাজশাহী আলোর পাঠশালায় ‘বই পড়া’ কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহী আলোর পাঠশালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ‘বই পড়া’ কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় সকল শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বই পড়া কর্মসূচিতে ষষ্ঠ শ্রেণির ১৫ জন, সপ্তম শ্রেণির ১৬ জন, অষ্টম শ্রেণির ১৫ জন,নবম শ্রেণির ১৩ জন এবং ১০ম শ্রেণির তিনজনসহ মোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা হল পরিদর্শন করেন রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষিকা রেজিনা খাতুন। এই সময় পাঠশালার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত মানুষ চাই শ্লোগান নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ১৯৮৪ সাল থেকে নিয়মিত বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে ছেলেমেয়েদের মনকে উন্নত ও ঐশ্বর্যময় করে তোলার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী আলোর পাঠশালাসহ সারা দেশে মোট সাতটি স্কুল পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।