কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে দমদমিয়া আলোর পাঠশালা

কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (বাম থেকে প্রথম) মোহাম্মদ রাসেল চতুর্থ স্থান অর্জন করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্কুল ফিডিং প্রোগ্রাম কোডেকের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে দমদমিয়া আলোর পাঠশালা। প্রতিযোগিতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১৮ অক্টোবর হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাসেল চতুর্থ স্থান অর্জন করে।

কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু প্রমুখ।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালাটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।