এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাবুডাইং আলোর পাঠশালায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

বাবুডাইং আলোর পাঠশালায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটি রাজশাহী জেলার গোদগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে অবস্থিত।

সোমবার (৭ এপ্রিল) পাঠশালা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পাঠশালার শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ  প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে নবম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা হাঁসদা ও সাকিবুল হাসান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে শিমন্ত টুডু ও সংগীতা কোল টুডু।

 বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উন্নয়ন কর্মী আবু রাকিব, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তরিকুল আলম, শিক্ষানুরাগী আমিনুল ইসলাম, শওকত আরা আনজুম, বীর মুক্তিযোদ্ধা সুজারুদ্দি  প্রমুখ। বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন পাঠশালার সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস।

বক্তারা সকলে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং উচ্চ শিক্ষায় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি সহ সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।