‘নতুন পাঠ্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় আবস্থিত বাবুডাইং আলোর পাঠশালা।

সম্পূর্ণ নতুন এক পাঠ্যক্রম, কিন্তু প্রশিক্ষণ মাত্র দুইদিনের, কতটুকু শিখতে পারবো? প্রশিক্ষণে  যাওয়ার আগে এই ভাবনা মাথায় ঘুরছিলো। কিন্তু প্রশিক্ষণে অংশ নিয়ে সব শঙ্কা দূর হয়েছে। নতুন পাঠ্যক্রম সম্পর্কে পেয়েছি স্বচ্ছ ধারণা।

গত ২৭ ও ২৮ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় আবস্থিত বাবুডাইং আলোর পাঠশালা।

প্রশিক্ষণে অংশ নিয়ে বুঝতে পেরেছি নতুন পাঠ্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন শিক্ষার্থীকে কীভাবে মূল্যায়ন করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে উপলদ্ধি করতে পেরেছি।

প্রশিক্ষকবৃন্দ প্রতিটি বিষয় অত্যন্ত দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন। কিন্তু সময় স্বল্পতার করণে প্রতিটি বিষয়ের গভীরে যাওয়া সম্ভবপর হয়নি। আশারাখি ভবিষ্যতে আরও সময় নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে।

প্রশিক্ষণের সার্বিক আয়োজন খুবই ভালো ছিলো। বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক ছিলেন। বিশেষ করে বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে সার্বিক আয়োজন পরিচালনা করেছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।        

ধন্যবাদ জানাই প্রথম আলো ট্রাস্ট, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টকে প্রশিক্ষণের সুযোগ করে দেয়ার জন্য।