রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন

প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই, খাতা ও কলম উপহার দেওয়া হয়।

কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টিতে গত বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা এক সঙ্গে। পুরস্কার হিসেবে বিজয়ীদের বই, খাতা ও কলম উপহার দেওয়া হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এ. এফ. এম. সাইফুল ইসলাম, সমাজসেবী ইফতেখার মুর্শেদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন প্রমুখ। কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী মুসলিমা খাতুন, রাবিয়া বাসরি, মারুফা খাতুন। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিরিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের অন্যতম প্রাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় উপমহাদেশের বাংলা সাহিত্যের কবিতা, গান, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, শিশুতোষ, পত্র, নাটকসহ বিভিন্ন শাখায় তাঁর অজস্র রচনা রয়েছে। কালজয়ী এসব সৃজনসম্ভার যুগে যুগে মানুষের মানবিক মূল্যবোধের বিকাশে, অন্যায়ের প্রতিবাদে, দেশপ্রেমে, সত্য ও কল্যাণের পথে নির্ভীক-নিঃশঙ্কচিত্তে এগিয়ে যেতে জুগিয়েছে অনুপ্রেরণা। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনায়। এমনকি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর গান জুগিয়েছিল অনুপ্রেরণাও। বক্তব্য শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই, খাতা ও কলম উপহার দেওয়া হয়।