কাজী নজরুল ইসলাম ছিলেন বিপ্লবের প্রতীক, সাম্যের প্রতীক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে দমদমিয়া আলোর পাঠশালা।

চিত্রাঙ্কন, কুইজ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে দমদমিয়া আলোর পাঠশালা। ১১ই জ্যৈষ্ঠ, রোববার জাতীয় কবির ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলার টেকনাফে প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালা এই অনুষ্ঠান আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় প্রাত্যহিক সমাবেশ ও জাতীয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় ছড়া আবৃত্তি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল কবির প্রতিকৃতি অঙ্কন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল কবির জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এর আগে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইচ্ছামতো বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় শুরু হয় আলোচনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক মো. জোনায়েদ, সৈয়দ নুর, রবিউল আলম ও আমান উল্লাহ।

প্রধান শিক্ষকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকল শিক্ষক কবির জীবনীর একটি করে অংশের আলোচনা করেন। মো. জোনায়েদ কবির ছেলেবেলা, সৈয়দ নুর কবির কর্মজীবন, রবিউল আলম কবির সংগ্রামী জীবন এবং আমান উল্লাহ কবির অর্জন নিয়ে আলোচনা করেন। প্রধান শিক্ষক কবির সাহিত্য, কবিতা, গান ও রচনা নিয়ে আলোচনা করেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, কাজী নজরুল শুধু আমাদের জাতীয় কবিই নন। তিনি ছিলেন বিপ্লবের প্রতীক, সাম্যের প্রতীক। তাঁর রচিত গান, কবিতা যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা জুগিয়েছে। অন্যায়-সংগ্রাম বা অধিকার আদায়ের আন্দোলনগুলোতে তাঁর বাণী সকলের মুখে মুখে শোনা যায় এখনো। তিনি আমাদের চেতনার মাঝে লুকিয়ে রয়েছেন। নজরুলের আদর্শকে বুকে লালন করতে পারলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। তাই তাঁকে জানতে হবে। তাঁর আদর্শকে অনুসরণ করতে হবে।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। সবশেষে কবির ওপর নির্মিত বিভিন্ন আলোকচিত্র, সিনেমার দৃশ্যে অভিনয়ের ভিডিওচিত্র প্রদর্শন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।