বিতর্ক কর্মশালায় অংশ নিয়ে উচ্ছ্বসিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা

বিতর্ক কর্মশালায় অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

প্রথমবারের মত বিতর্ক কর্মশালায় অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় বাবুডাইং আলোর পাঠশালার সাতজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের টিম লিডার হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ ও উম্মে কুলসুম।

বিতর্ক কর্মশালায়  প্রশিক্ষণ কার্যক্রম পরিচালানা করেন  প্রথম আলো বন্ধুসভা, জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট ও রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর আহমেদ।

২৬ অক্টোবর, সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।

 কর্মশালায় বক্তব্য দেন, বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, মনোয়ারা খাতুন, লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানায়, তানভির আহমেদ, আহনাফ শাহরিয়ার, লিমা খাতুন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এম এম হক আইডিয়াল  স্কুলের প্রধান শিক্ষক একেএম জোবায়ের হাসিব দেলোয়ার, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর-ই-আলম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহারুল ইসলাম, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোসিকুল ইসলাম।

 বাবুডাইং আলোর পাঠশালার নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত খাতুন, অষ্টম শ্রেণির সাকিবুল হাসান ও মরিয়ম খাতুন, সপ্তম শ্রেণির সাথি টুডু, ষষ্ঠ শ্রেণির তাহারিমা খাতুন, সিমা খাতুন ও ইয়াসির আরাফাত কর্মশালায় অংশ নেয়।

কর্মশালায় অংশ নিয়ে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী  ইসরাত খাতুন বলেন,  ‘কর্মশালায় অংশ নিয়ে অনেক কিছু শিখতে পারলাম। যেমন কোন কিছু নিয়েই বাড়াবাড়ি না করে যুক্তি দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করতে হবে। অন্যের সঙ্গে যেকোন বিষয় নিয়ে তর্ক করার পূর্বে আমাদের সে বিষয়টি নিয়ে জ্ঞান চর্চা করতে হবে। জানতে হবে প্রচুর। এজন্য বেশি বেশি বই পড়তে হবে। নিয়মিত দৈনিক পত্রিকা পড়তে হবে। একজন বিতার্কিক ধৈর্য্যশীল হবে। কথা বলতে হবে সঠিক উচ্চারণে, কথায় থাকতে হবে মাধুর্য। এখানে যা শিখলাম তা নিয়মিত চর্চা করার চেষ্টা করব।