প্রথম আলো চর আলোর পাঠশালায় ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস অনুষ্ঠিত
শিক্ষকের পাঠদানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে পঠিত বিষয়টি শিক্ষার্থীর বোধগম্য করে তোলা। কিন্তু শ্রেণীকক্ষে সব সময় শিক্ষার্থীরা মনোনিবেশ করতে পারে না। বিশেষ করে ইংরেজি ক্লাসে শিক্ষার্থীরা অনেক সময় সম্পূর্ণভাবে পাঠ বুঝতে ব্যর্থ হয়। তাই শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি ভাষা চর্চার জন্য প্রথম আলো চর আলোর পাঠশালায় নিয়মিতভাবে আউটডোর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
গত ৮ নভেম্বর পাঠশালার খোলা মাঠে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি ক্লাসে অংশ নেয়। আউটডোর ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শব্দ ও বাক্য গঠন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে ইংরেজি নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হয়। ওয়ার্ড কার্ডের মাধ্যমে ইংরেজি বাক্যের প্রকারভেদ, শব্দের বিভাজন সম্পর্কেও শিক্ষার্থীদের পাঠদান করা হয়। প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর হবে। শিক্ষার্থীদের ইংরেজি শব্দের ভান্ডার সমৃদ্ধ হবে। ছাত্র–ছাত্রীরা নিজেরাই ইংরেজি বাক্যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে।
উল্লেখ্য, প্রথম আলো চর আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।