জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা পেল বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা
মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে এইচপিভি টিকা প্রদান কর্মসূচি। আজ বৃহস্পতিবার এ টিকা পেল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীরা টিকা গ্রহণ করে। আলোর পাঠশালার শিক্ষার্থীদের টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিদর্শক আব্দুল হায়েক। তিনি বলেন, ‘দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে। এই কর্মসূচির আওতায় পঞ্চম থেকে নবম শ্রেণির ১০ থেকে ১৪ বছর বয়সী সকল শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। টিকার ডোজ শুন্য দশমকি পাঁচ এমএল। এ টিকার ডোজ একটি। এ টিকা দিতে হয় বাহুর উপরের বহিরাংশের মাংশপেশীতে। টিকা দেয়ার পর যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকর্মীকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে টিকা গ্রহীতাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।'
টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে এক ডোজ টিকাই যথেষ্ট। ২৪ অক্টোবর থেকে ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগে শুরু হতে হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে বিনা মূল্যে এ টিকার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার।