শতভাগ উপস্থিত ও কুইজ প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার প্রদান

পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ হাতে নিয়ে বিজয়ী শিক্ষার্থীরা।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালার শতভাগ উপস্থিত শিক্ষার্থীসহ দুটি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংগীতের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল ইসলাম, কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু, বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, গ্রাম্য মোড়ল মাধব কোল সরেনসহ আরও অনেকে। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ।

পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ হাতে নিয়ে বিজয়ী শিক্ষার্থীরা।

সাধারণ জ্ঞান বৃদ্ধির উদ্যোগ হিসেবে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে কিশোর আলো ক্লাব। মাসিক ১০ টাকা চাঁদা দিয়ে শিক্ষার্থীরা এ ক্লাবের সদস্য হয়। মাসে দুটি করে সাধারণ জ্ঞানভিত্তিক পাঠ দেওয়া হয়। পাঠগুলো কিশোর আলো, বিজ্ঞান চিন্তা, চলতি ঘটনা থেকে দেওয়া হয়। আগস্ট মাসে কিশোর আলো থেকে মহাসাগর ও তিমি এবং চলতি ঘটনা থেকে ৫২’র ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ বিষয় হিসেবে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা সেগুলো বাড়িতে পড়াশোনা করে। এরপর সেগুলো নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শতভাগ উপস্থিত এবং প্রতি মাসের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের আলাদাভাবে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে সকলকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তরিকুল আলম পঞ্চম শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন।

অন্যদিকে ঘুরে ঘুরে বিদ্যা দানকারী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তরিকুল আলমও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কলম উপহার দেন। এ ছাড়া তিনি পঞ্চম শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, কিশোর আলো ক্লাবের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। প্রতি সপ্তাহেই বাড়ছে সদস্যের সংখ্যা। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেমন পড়ালেখার আগ্রহ বাড়তে, তেমনই বাড়তে জ্ঞানের চাহিদা। পুরস্কার পাওয়ার প্রতিযোগিতা থেকে তাদের মেধার বিকাশ এটাই চাওয়া।