দমদমিয়া আলোর পাঠশালায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় স্বাস্থ্য সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের(কোডেক)পরিচালনায় গত ২৩ অক্টোবর পাঠশালায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালার ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্বাস্থ্য সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া মাহমুদ ওয়াসফিয়া, দ্বিতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহির হোসেন আয়ান এবং তৃতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম। প্রতিযোগিতা পরিচালনা করেন কোডেক এর ফিল্ড মনিটর বশির আহমদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু।
উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান শিক্ষার্থীরা অধিকারী শিক্ষার্থীরা আগামী ১১ নভেম্বর হ্নীলা ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইউনিয়ন পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।