হাত ধোয়ার স্টেশন পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
টিনের চালা ও চারদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা হাত ধোয়ার ঘরটি। এখানে চারজন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে একসঙ্গে সাবান দিয়ে হাত ধুতে পারবে। এটি স্থাপন করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালায়। শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য বেসরকারি সংস্থা ‘ফুড ফর দি হাংরি (এফএইচ) এই স্টেশনটি নির্মাণ করে দিয়েছে।
বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, ’করোনা মোকাবিলায় বিদ্যালয়গুলোতে হ্যান্ডওয়াশ স্টেশন তৈরি করা হয়। তবে প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেমনটা দেখা যায়নি। এ ক্ষেত্রে আলোর পাঠশালায় বেসরকারি সংস্থা ‘ফুড ফর দি হাংরি (এফএইচ) একটি হাত ধোয়ার স্টেশনটি নির্মাণ করে দিয়েছে। নির্মাণকাজটি বাস্তবায়ন করেছে এফএইচ অ্যাসোসিয়েশন ‘কমপ্রিহেনসিভ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (সিএফসিটি), ঝিলিম এরিয়া অফিস।’
আলী উজ্জামান নূর আরও বলেন স্টেশনটি উদ্বোধন করেন এফএইচ অ্যাসোসিয়েশনের কর্মসূচি পরিচালক মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এফএইচ অ্যাসোসিয়েশনের রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রিজওনাল প্রোগ্রাম ম্যানেজার তুষার লিও ক্রুস, রিজওনাল অ্যাকাউন্টেড স্বপন কুমার, ঝিলিম সিএফসিটি এরিয়া টিম লিডার রাজিয়া জান্নাত, ক্ষুদ্র জাতিসত্তার মোড়ল চানু হাসদা, সুরেন কোল টুডু, মাধব কোল সরেন, লগেন সাইচুরি প্রমুখ।
মো. মিজানুর রহমান বলেন, ’সুবিধাবঞ্চিত এলাকার এ বিদ্যালয়টিতে হাত ধোয়ার স্টেশন নির্মাণ করে দিতে পেরে আমরা আনন্দিত।’
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট বাবুডাইং আলোর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।’