স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করানো হচ্ছে আলোর পাঠশালায়
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক নূর আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ক্লাস আরম্ভ হওয়ার কথা ছিল সকাল ১০টা থেকে। কিন্তু বিদ্যালয়ে এসে দেখা গেল সকাল ৮টা থেকেই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে অপেক্ষা করছে ক্লাস করার জন্য। কারণ তারা বিশ্বাস করতে পারছিলো না আদৌ স্কুল খুলেছে কিনা, ক্লাস হবে কিনা। অবশেষে শিক্ষার্থীরা ক্লাসে আসতে পেরে খুব আনন্দিত। সেই সঙ্গে আমরা আশা রাখছি স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে পাঠদান করাতে পারব।’
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষকগণও উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের ভাষায়, ‘স্কুল খোলার পূর্বে মনে হতো শিক্ষা কার্যক্রমে প্রাণ হারিয়ে গেছে। কিন্তু স্কুল খোলার পর শিক্ষার্থীদের কলরবে বিদ্যালয়েটি যেন আবার প্রাণ ফিরে পেয়েছে।’
দেড় বছরেরও বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকার কারণে স্কুলের শ্রেণিকক্ষে কোন পাঠদান করানো হয়নি। দীর্ঘদিন ছুটির পর শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে।
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার কয়েকজন শিক্ষার্থী জানায়, দীর্ঘদিন পরে পুনরায় স্কুলে শুরু করতে পেরে প্রথম দিন স্কুলে আসার মতো অনুভূতি হয়েছিল। অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় বেশ আনন্দ লাগছে।
দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব বাবু বলেন,‘দশম শ্রেণিতে ওঠার পর এই প্রথম ক্লাসরুমে বসে ক্লাস করতেছি। অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হচ্ছে। আমি খুবই আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে আমাদের ক্লাস করানো হচ্ছে, এটা আমার কাছে আরও ভালো লাগছে।’