মাধ্যমিকে শতভাগ পাস গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায়
এ বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার সব শিক্ষার্থী পাস করেছেন। দুর্গম এলাকার ঝরে পড়া শিক্ষার্থীদের আলোর পাঠশালায় পাঠদান করা হয়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পাস করায় তাদের পরিবারের লোকজন খুব খুশি।
নওগাঁর গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার ১০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের সবাই পাস করেছেন।
গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক নূর আলম বলেন, ‘গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার সব শিক্ষার্থী পাস করেছেন। আরজুমা খাতুন জিপিএ-৪.১৭ উত্তম দাশ ৪,শিমা টুডু ৩.৯৪, সান্তনা রানী ৩.৮৩, আসিফ বাবু ৩.৬৭, সারমিন খাতুন ৩.৬১, রিক্তা খাতুন ৩.৫৬, তুষার আলী ৩.১৭, রাহেন জান্নাত ৩.১৭ এবং আব্দুল্লাহ ২.৯৪ পেয়ে পাস করেছেন।’
বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকাগুলোতে বহু দিন শিক্ষার আলো পৌঁছায়নি, সে রকম অবহেলিত ছয়টি জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছে প্রথম আলো ট্রাস্ট। ‘আলোর পাঠশালা’ নামের এই ৬টি স্কুলে সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করে।