মদনপুর আলোর পাঠশালায় কোভিড পরবর্তী স্টেম শিক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্টেম (STEM) শিক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে মদনপুর আলোর পাঠশালায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতের একটি করে নমুনা ক্লাস করানো হয়। এই কর্মশালায় চারপাশের সহজলভ্য উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে বিজ্ঞান ও গণিতের এক দিনের পাঠ শেখে। স্কুলের শিক্ষকেরা পর্যবেক্ষক হিসেবে এখানে অংশগ্রহণ করেন। শিক্ষকেরা পরবর্তীতে ক্লাসে এই পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের পাঠদান করবেন।
গত বছরের মার্চ মাসে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘসময় ক্লাসরুমের বাইরে অবস্থান করেছে। ফলে প্রান্তিক এলাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠ না শিখে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ায় বর্তমান ক্লাসের প্রান্তিক যোগ্যতা অর্জন করা পুরোপুরি সম্ভব হচ্ছে না। এ অবস্থায় এ বছর ক্লাসরুমে শিক্ষার্থীদের ফেরার পর অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনার লক্ষ্যে ইএমকে সেন্টার ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি একটি পরীক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে। যেখানে শিক্ষক ও রিসোর্স পারসনদের সমন্বয়ে দুইটি ওয়ার্কশপ আয়োজন করা হয়।
আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্ষতি যথাসম্ভব কমিয়ে এনে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত করা। এ জন্য একটি সহজ ও ফলপ্রসূ পাঠদান পদ্ধতি তৈরি করা, যে পদ্ধতিতে শিক্ষকেরা ক্লাসরুমে স্বল্প সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে ফিরিয়ে এনে তাদের পাঠের ক্ষতি কিছুটা কমিয়ে আনতে পারবেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক আহমাদ মুদ্দাসসের ও সায়েম সরকার সিফাত। আগামী সপ্তাহে একই কর্মশালা প্রথম আলো ট্রাস্টের অন্তর্ভুক্ত স্কুলগুলোতে প্রয়োগ করা হবে।
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।