বাবুডাইং আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করা সবাই কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন

বাবুডাইং আলোর পাঠশালার সাবেক প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসের সঙ্গে শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো

বাবুডাইং আলোর পাঠশালা থেকে ২০২১ সালে এসএসসি পাস করা সবাই ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের এই ভর্তিতে আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ সহযোগিতা করেছেন। এতে শিক্ষার্থীদের পরিবারগুলোর মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন,পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজয় কোল মার্ডি পেয়েছেন জিপিএ-৩.০০, উজ্জল কোল হাসদা পেয়েছেন ২.৮৯, অমিত কোল হাসদা পেয়েছেন ২.৬৭, নিরঞ্জন কোল হাসদা পেয়েছেন ২.৬১, ললিতা কোল টুডু পেয়েছেন ২.৫৬, অনিল কোল টুডু পেয়েছেন ২.৩৯ ও বিমল কোল মুরমু পেয়েছেন ২.২২।

ললিতা কোল টুডু চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। অন্যরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর স্কুল অ্যান্ড কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

আলী উজ্জামান নূর আরও বলেন, বাবুডাইং আলোর পাঠশালা থেকে ২০২১ সালে দ্বিতীয় বারের মত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শত ভাগ পাস করেছে শিক্ষার্থীরা। সাতজনের মধ্যে আলোর পাঠশালা তাদের সবসময় পড়ালেখাতে উৎসাহ দিয়ে থাকে।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় বাবুডাইং আলোর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।