ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান রবিউল

প্রথম আলো চর আলোর পাঠশালার নবম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম।

প্রথম আলো চর আলোর পাঠশালার নবম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম। রবিউল ইসলাম একজন মেধাবী ছাত্র। পড়াশোনার পাশাপাশি স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় যেমন রচনা, কুইজ,আবৃত্তি এসব বিষয়ে অংশগ্রহণ করে নিয়মিত প্রথম স্থান অধিকার করে আসছেন। তা ছাড়াও স্কুলের পিটি প্যারেডের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। স্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হলে, প্রাথমিক চিকিৎসা দেন তিনি।

প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান বলেন, ‘রবিউলকে একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে ৭ দিনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । প্রশিক্ষণ শেষে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। তার স্বপ্ন বড় হয়ে একজন আদর্শবান ডাক্তার হবে। ডাক্তার হয়ে এই প্রত্যন্ত এলাকার মানুষের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবে।’

প্রথম আলো চর আলোর পাঠশালা সহকারী শিক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, তাঁর স্বপ্ন বাস্তবায়িত করার জন্য প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ তাকে সব সময় সাহায্য করে আসছে।’

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।