জেলা পর্যায়ে ফুটবল খেলছে আলোর পাঠশালার ৭ শিক্ষার্থী

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার সাত শিক্ষার্থী নওগাঁ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে এ বছর মোট সাতজন শিক্ষার্থী নওগাঁ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। মর্জিনা মারডিসহ আরও ছয়জন নিয়ামতপুর উপজেলা দলের হয়ে নওগাঁ জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় রাউন্ড জয়লাভ করেছে । এখন তারা সেমি ফাইনালে খেলার সুযোগ পেয়েছে । আলোর পাঠশালার শিক্ষার্থীরা হলেন রুপালী মারডি, লিমা টুডু, রিতা কুমারী, তারসিলা, আকাশি, ও ববিতা। এই সাতজনের মধ্যে মর্জিনা মারডি খুব ভালো খেলেন।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার সাত শিক্ষার্থী নওগাঁ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

মর্জিনা মারডি সুবিধা বঞ্চিত সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে। বাবা পেশায় দিনমজুর। তাই তিনি মেয়েকে শিক্ষিত করার লক্ষ্যে ভর্তি করিয়ে দেন গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় । মর্জিনা মারডি নিজের প্রবল ইচ্ছা শক্তিতে পড়ালেখার পাশাপাশি বাবা-মার সঙ্গে অন্যের জমিতে দিনমজুরও খাটেন। আর স্কুলে পড়ালেখার সঙ্গে ফুটবল খেলাতেও মেতে থাকতে পছন্দ করেন। গত বছর নিয়ামতপুর উপজেলা ফুটবল দলের হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছিলেন।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার সাত শিক্ষার্থী নওগাঁ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

ফুটবল খেলার প্রতি মর্জিনার আগ্রহের কারণ সম্পর্কে জানতে চাইলে মর্জিনা বলেন, ‘আমি কখনও ভাবিনি যে, আমি এ রকম পর্যায়ে ফুটবল খেলতে পারব। আর জেলা পর্যায়ে অংশগ্রহণ করার জন্য আমাদের হেড স্যারের অবদান অনেক। কারণ স্যার আমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলেছেন। যার কারণে আমরা একই স্কুলের সাতজন শিক্ষার্থী একই সঙ্গে জেলা পর্যায়ে খেলতে পারছি।’