কেরানীগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কেরানীগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষামূলক বিতরণ করা হয়েছে।
১৯ আগস্ট দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে বই বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী। তিনি বলেন, বিকাশের সহযোগিতায় ও প্রথম আলোর ট্রাস্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা বিনা মূল্যে শিক্ষামূলক বই পেয়েছে। এটি প্রশংসনীয় উদ্যোগ। এর জন্য বিকাশ ও প্রথম আলো পরিবারকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, বইগুলো পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উপকৃত হবে।
শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা এসব নতুন বই বিনা মূল্যে পেয়ে আনন্দে মেতে উঠেছে। এসব শিশুরা আলোকিত মানুষ হোক, এটিই আমাদের চাওয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন, কলাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য সায়মন চৌধুরী ও ফুলকলি শিক্ষা নিকেতনের পরিচালক লাবু ইসলাম প্রমুখ।