বিচারের দাবিতে নাটোরে অ্যাসিড সন্ত্রাসবিরোধী মানববন্ধন

অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে নাটোরে অ্যাসিড সন্ত্রাসবিরোধী মানববন্ধন আয়োজন।
ছবি: প্রথম আলো।

কলেজছাত্রী সানজিদা খাতুন গত রোববার অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। এই ঘটনার পর অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আজ (২৩ নভেম্বর) মঙ্গলবার সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর বন্ধুসভা মানববন্ধনের আয়োজন করে। অ্যাসিড কে সরবরাহ করেছে মানববন্ধনে তা জানতে চেয়েছেন নাটোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাটির সুষ্ঠ ও দ্রুত বিচার দাবিও করেন।

অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে নাটোরে অ্যাসিড সন্ত্রাসবিরোধী মানববন্ধন আয়োজন।
ছবি: প্রথম আলো।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বন্ধুসভার সদস্যরা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুস সালাম, ফরমান আলী সৈকত চৌধুরী, জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, মেহেদী বাবু, সাদিয়া আক্তার, মুক্তার হোসেন ও আব্দুল কাদেরসহ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের সবাইকে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। পুলিশ প্রশাসনকে অ্যাসিড হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ জানান। এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবিও করেন তাঁরা।