অ্যাসিড–সন্ত্রাস একসময় দেশের আলোচিত একটি সমস্যা ছিল। সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সরকারের উদ্যোগে সেই সমস্যা অনেকটা কমে আসে। তবে সম্প্রতি অ্যাসিড–সন্ত্রাস আবার বেড়েছে। এ নিয়ে সচেতনতা সৃষ্টিতে আগের মতো প্রচার–প্রচারণা নেই। সরকারি পর্যায়ে সেভাবে তদারকিও হয় না। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গত ১৯ আগস্ট শনিবার ‘অ্যাসিডবিরোধী সংলাপ: অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে করণীয়’ শীর্ষক সংলাপে এসব কথা উঠে এসেছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
অ্যাসিডবিরোধী সংলাপে অংশ নিয়ে অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের ডেটা অ্যান্ট্রি অপারেটর রেক্সোনা ইসলাম বলেন, আমি বর্তমানে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে কাজ করছি। নিজের অভিজ্ঞতা থেকে ও বিভিন্নজনের সঙ্গে কথা বলে আমি জেনেছি, অ্যাসিড–সন্ত্রাসীদের সঠিক বিচার হয় না। অ্যাসিড নিক্ষেপের কারণে যেসব মামলা হয়েছে, খোঁজ নিয়ে দেখেন, সন্ত্রাসীদের নিম্ন আদালতে হয়তো শাস্তি হয়েছে, কিন্তু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বিচার হলেও অ্যাসিড ভিকটিমরা সেই বিচারে সন্তুষ্ট নন। আমি মনে করি, অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার–প্রচারণা কমে গেছে। অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার–প্রচারণা বাড়াতে হবে।