মানিকগঞ্জে অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন
অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলার আসামিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যরা অংশ নেন। এ ছাড়া মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
মামলার এজাহার, গৃহবধূর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ওই গৃহবধূর একই উপজেলায় বিয়ে হয়। ছয় বছর ধরে তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী। স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী সিদ্দিক মিয়া (৩৪) ওই গৃহবধূকে অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় সিদ্দিক ওই গৃহবধূর ওপর ক্ষুব্ধ হন। এর জেরে গত ২৯ মার্চ রাত সাড়ে আটটার দিকে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর ওপর অ্যাসিড ছুড়ে সিদ্দিক দ্রুত পালিয়ে যান।
ঘটনার পরদিন গত ৩০ মার্চ ওই গৃহবধূর বাবা বাদী হয়ে সিদ্দিক মিয়াকে আসামি করে থানায় একটি মামলা করেন। এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অ্যাসিডে ওই গৃহবধূর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। প্রথমে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও তাঁর শাস্তির দাবিতে গতকাল বিকেল পাঁচটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সহসভাপতি চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৌরভ মাহমুদ, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমিন আহমেদ প্রমুখ।
মানববন্ধনে মানিকগঞ্জ বন্ধুসভার সহসভাপতি চান মিয়া বলেন, ১০ দিন অতিবাহিত হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার ও তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, প্রথম আলো শুরু থেকে অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করে আসছে। এ ছাড়া সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে মাদক নির্মূলেও প্রথম আলো কাজ করে যাচ্ছে। তিনিও দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে।