অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল
অ্যাসিড সারভাইভারস ট্রাস্টের ট্রাস্টি ফাওজিয়া করিম পেলেন ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজকে ২০২৪ সালের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কারে ভূষিত করেছে যুক্তরাষ্ট্র। তিনি অ্যাসিড সারভাইভারস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। বাংলাদেশে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও জনমত গড়ে তোলার পাশাপাশি অ্যাসিডদগ্ধ নারীদের আইনি সহায়তা প্রদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্থানীয় সময় গত ২৩ ডিসেম্বর হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ফাওজিয়া করিমের হাতে পুরস্কার তুলে দেন।
এ অনুষ্ঠানে আরও যেসব নারী পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন বেনাফশা ইয়াকুবি (আফগানিস্তান), ভোলহা হারবুনোভা (বেলারুশ), আজনা জুসিচ (বসনিয়া ও হার্জেগোভিনা), মিনৎজু উইন (মিয়ানমার), মার্থা বিয়াত্রিজ রোকে কাবেলো (কিউবা), ফাতিমা কোরোজো (ইকুয়েডর), ফাতৌ বালদেহ (গাম্বিয়া), ফারিবা বালুচ (ইরান), রিনা গনোই (জাপান), রাভা এল হায়মার (মরক্কো) এবং আকুয়াতে আতুহাইরে (উগান্ডা)।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইনজীবী ফাওজিয়া করিম তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করে আসছেন।
ফাওজিয়া করিম বর্তমানে তাঁর নিজস্ব আইনি সহায়তা প্রতিষ্ঠানের প্রধান। সেই সঙ্গে তিনি ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এফএলএডি) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও জনমত গড়ে তোলার পাশাপাশি অ্যাসিডদগ্ধ নারীদের সহায়তা দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ট্রাস্ট । প্রথম আলো ট্রাস্ট অ্যাসিড তহবিলের মাধ্যমে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৪৫৮ জন অ্যাসিডদগ্ধ নারীকে সহায়তা দিয়েছে । এর মধ্যে ৩০০ জনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে।