অ্যাসিডবিরোধী সংলাপ
‘পরিবার থেকেই অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে’
অ্যাসিড–সন্ত্রাস একসময় দেশের আলোচিত একটি সমস্যা ছিল। সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সরকারের উদ্যোগে সেই সমস্যা অনেকটা কমে আসে। তবে সম্প্রতি অ্যাসিড–সন্ত্রাস আবার বেড়েছে। এ নিয়ে সচেতনতা সৃষ্টিতে আগের মতো প্রচার–প্রচারণা নেই। সরকারি পর্যায়ে সেভাবে তদারকিও হয় না। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গত ১৯ আগস্ট ২০২৩ ‘অ্যাসিডবিরোধী সংলাপ: অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে করণীয়’ শীর্ষক সংলাপে এসব কথা উঠে এসেছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
অ্যাসিডবিরোধী সংলাপে অংশ নিয়ে প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি জাহিদা ইস্পাহানি বলেন, এ সংলাপে ভালো ভালো পরামর্শ এসেছে। নিজ নিজ জায়গা থেকে অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে সবার দায়িত্ব রয়েছে। তা আমাদের পালন করতে হবে। ভুক্তভোগীদের শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক প্রয়োজন ও মানসিক শক্তির মতো বিষয়গুলোতে সহযোগিতা প্রয়োজন। বাসা থেকেই অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। অ্যাসিড সারভাইভারসদের মনোবল ঠিক রাখার জন্য নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন। আমি বলব, সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আমি আমার হাসপাতালে অনেক অ্যাসিড–সন্ত্রাসের শিকার রোগীকে দেখেছি। আমরা সবাই মিলে চেষ্টা করলে অ্যাসিড–সন্ত্রাস শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারব।