বন্যায় ক্ষতিগ্রস্ত তিনজন অ্যাসিড সারভাইভারকে অর্থ সহায়তা প্রদান

গত ২৬ নভেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত অ্যাসিড সারভাইভারদের অর্থ সহায়তা দেওয়া হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত তিনজন অ্যাসিড সারভাইভারকে অর্থ সহায়তা প্রদান করেছে প্রথম আলো ট্রাস্ট। অ্যাসিড সারভাইভারস  ফাউন্ডেশনের (এএসএফ) উদ্যোগে গত ২৬ নভেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত অ্যাসিড সারভাইভারদের অর্থ সহায়তা দেওয়া হয়। অনুদান গ্রহণকারী ব্যক্তিরা হলেন—কুমিল্লার রাবেয়া ২০ হাজার টাকা, লক্ষ্মীপুরের আব্দুস সাত্তার ৩০ হাজার টাকা এবং কুমিল্লার ফাতেমা ৩০ হাজার টাকা।

গত  আগস্টের বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়।  অ্যাসিড সন্ত্রাসের শিকার বেশ কয়েকটি পরিবারও বন্যায় সর্বস্ব হারায়। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত সারভাইভারদের তথ্য সংগ্রহের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয়তা নিরূপণ করে। বন্যায় ক্ষতিগ্রস্ত এই মানুষদের দুর্দশার কথা শুনে প্রথম আলো ট্রাস্ট এগিয়ে আসে এবং সারভাইভারদের সহায়তা করার অঙ্গীকার করে। এরই ধারাবাহিকতায় তিনজন সারভাইভারকে এএসএফ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসএফের নির্বাহী পরিচালক সরদার জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো ট্রাস্টের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও গোলাম রব্বানী এবং নির্বাহী (হিসাব) শামীম আহমেদ।  

সহায়তা প্রদান অনুষ্ঠানে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন প্রথম আলো ট্রাস্টের এই কার্যক্রমকে সাধুবাদ জানায়। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন সারভাইভারদের সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে কাজ করছে।