প্রথম আলো ট্রাস্টের ২৭তম বোর্ড সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী।
সভায় ‘আলোর পাঠশালা’ ‘অদম্য মেধাবী তহবিল’, ‘অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি’, ‘মাদককে না বলো’ কর্মসূচিসহ চলমান নানা কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। সভায় সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার সংখ্যা বৃদ্ধির প্রতি জোর দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি ও ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভার আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ তানজীব উল আলম, ট্রাস্টি— তাজিন আহমেদ,পারভীন হাসান, আনিসুল হক, আব্দুল কাইয়ুম ও ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান।
বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্ট্রের কর্মীবৃন্দ।