‘পারিবারিক বন্ধন দৃঢ় হলে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ জানুয়ারি ২০২৩, দুপুরে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এম এ এস পাঠান।প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৮০।

সভায় শিক্ষার্থীরা হাত তুলে মাদককে না বলার শপথ নেন।

প্রশ্ন: মাদক থেকে দূরে থাকার উপায় কী?

উত্তর: ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এম এ এস পাঠান বলেন, ‘প্রত্যেককে পরিবারের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে হবে। পারিবারিক বন্ধন দৃঢ় হলে সন্তানেরা মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে যায়। ধর্মীয় বিধান মেনে চলতে হবে। এ ছাড়া অপ্রয়োজনে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।