হয়ে গেল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব

অদম্য মেধাবীদের দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা করেছে প্রথম আলো ট্রাস্ট। এটা ছিল এই আয়োজনের দ্বিতীয় পর্ব। ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার বিকেল ৩টায় জুম অ্যাপে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার বিষয় ছিল' বেসিক অব মাইক্রোসফট এক্সেল।প্রশিক্ষণ প্রদান করেন স্কিলএইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুদ।

সম্পূর্ণ বিনা মূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে অদম্য মেধাবী জুম অ্যাপে মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রায় দেড়-ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ফর্মূলার ব্যবহার দেখানো হয়। ফর্মূলা ব্যবহার করে মুহুর্তের মধ্যে হিসাব করা, সমস্যার সমাধান করা, তথ্য বিভিন্ন চার্টের মাধ্যমে দেখানোসহ নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় এতে।

অংশগ্রহণকারী অদম্য মেধাবী শিক্ষার্থীদের কাছে প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাওয়া হলে সবাই উপকৃত হবেন বলে জানান। নিয়ামুল কবির সোহাগ বলেন, ‘আগে এক্সেলের কাজ অল্প অল্প জানতাম, এখন আরও অনেক কিছু শিখতে পারলাম। এটা আমাদের শিক্ষাজীবন ও পরবর্তীতে চাকরি ক্ষেত্রে কাজে লাগাবে।’

কামরুল হাসান বলেন, ‘ গত কয়েকদিন ধরে নিজের একটা কাজ করতে গিয়ে সমস্যায় পরেছি। কোনভাবেই সমাধান করতে পারছিলাম না। আজকের প্রশিক্ষণের মাধ্যমে তা সহজেই বুঝেছি। এখন আমি নিজেই সমাধান করতে পারব।' শারমিন সুলতানা বলেন, 'অনেক আগে শেখা হয়েছিল, তবে ভুলে গিয়েছিলাম। এ প্রশিক্ষণের মাধ্যমে আবার তা ঝালাই হয়ে গেল।' এক্সেলের ওপর আরেকটা সেশন নিলে ভালো হয় জানালেন তিনি।

তেমনিভাবে শহিদুল ইসলাম বলেন, ফর্মুলাগুলো জানা থাকলে এক্সেলে খুব সহজে কাজ করে ফেলা যায়। আজকের প্রশিক্ষণের মাধ্যমে সে ফর্মুলাগুলো শিখে উপকার হল। নুরজাহান আক্তার বলেন, আমার কাছে সবই নতুন। কারণ এ ধরনের প্রশিক্ষণে পূর্বে কখনো অংশগ্রহণ করেননি।

অন্যদিকে রবিউল ইসলাম যোগ করেন এভাবে, আজকের প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে আকর্ষণীয় চার্ট করতে হয় তা শিখলাম।এখন আমরা অনুশীলন করলে আয়ত্ত করে ফেলতে পারব। এই শিক্ষা আমরা অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়তা করবে।’ নতুন একটা বিষয়ে শিখতে পেরে আনন্দের কথাই প্রকাশ করলেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।

প্রথম আলো ট্রাস্টের যে কয়েকটি প্রধান কর্মসূচি রয়েছে, তার মধ্যে অদম্য মেধাবী তহবিল অন্যতম। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সুবিধাবঞ্চিত যে শিক্ষার্থীরা জীবনসংগ্রামের পাশাপাশি লেখাপড়া চালিয়ে কৃতিত্ব অর্জন করেন, তাঁদের শিক্ষাবৃত্তি প্রদান করে এই তহবিল। যাঁরা ইতিমধ্যে এই তহবিল থেকে শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা শেষ করেছেন বা অধ্যয়নরত আছেন তাঁরাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পান।