শিশু বিকাশকেন্দ্র
নরসিংদী জেলার রায়পুরা থানার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লী প্রকল্পে শিশু বিকাশকেন্দ্র আছে। এলাকার স্থানীয় শিশুদের মানসিক বিকাশের জন্যে ধর্মীয় শিক্ষা, বাংলার সংস্কৃতি, সাংস্কৃতিক ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে শিশু বিকাশের শিক্ষার্থী ৫২ জনের মধ্যে ৭ জন ছেলে ও বাকি ৪৫ জন মেয়ে শিক্ষার্থী।
সপ্তাহে দুইদিন বৃহস্পতি ও শুক্রবার শিশু বিকাশের কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে কবিতা আবৃত্তি, গল্প বলা ও সঙ্গীতের ক্লাস হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষা, ছবি আঁকা, নৃত্য ও সঙ্গীতের ক্লাস হয়।
বিকেল ৩টা থেকে কম্পিউটার প্রশিক্ষণ ও নাটকের ক্লাস হয়। প্রতি ৪ মাস পরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করানো হয়। শিশুরা এতে দায়িত্ববোধের শিক্ষা পায়।
বছরের জাতীয় দিবসগুলোতে শিশুদের মাঝে জাতীয় দিবসের তাৎপর্য ও মূল্যবোধ তৈরীর জন্যে তাদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিশুদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকেন। গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানের মঞ্চে প্রকল্পের কার্যক্রম ও জাতীয় দিবস সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান ও অংশগ্রহণকারী সকল শিশুকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।