মাদকাসক্তি নিরাময়যোগ্য

মাদকাসক্তি থেকে মুক্ত থাকার জন্য ধূমপান বর্জন করার পাশাপাশি খারাপ সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডা. ফারজানা রাবিন। গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভায় এই পরামর্শ দেন তিনি।

ডা. ফারজানা রাবিন বলেন, মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এ জন্য তিনটি বিষয় খেয়াল রাখা দরকার। এক. আসক্তির বিষয়টি গোপন করা যাবে না। সন্তান বা পরিবারের কোনো সদস্যের আচরণ সন্দেহজনক হলে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। দুই. মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে পাশে থাকতে হবে। তিন. পরিবারকে ধৈর্য ধরতে হবে। কারণ, আসক্ত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিরও মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে এই পরামর্শ সভার সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। সভায় ডা. ফারজানা রাবিন পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার এটি ছিল ষষ্ঠ আয়োজন।