মাদকবিরোধী পরামর্শ সহায়তা
ননদের ছেলে ঢাকার একটি নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। থাকে ওই বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি বাসা ভাড়া করে। মাঝেমধ্যে মামার বাসায় বেড়াতে আসে। একা থাকার ফলে অবাধ স্বাধীনতার সুযোগে মাদকে আসক্ত হয়ে পড়ে। সমবয়সী মামাতো ভাই থাকার কারণে ধানমন্ডিতে মামার বাসায় মাঝেমধ্যে বেড়াতে আসে। কিন্তু মামির সন্দেহ হয় তার নিজের সন্তানটিও ওর কারণে (ননদের ছেলে) আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কীভাবে আবার তাকে মাদকমুক্ত করা যাবে।
ও লেভেল পরীক্ষার আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় সালমানের ( ছদ্মনাম)। প্রেমের কারণেই ছেলে খারাপ পথে চলে যায়। কীভাবে আবার ছেলেকে ভালো পথে নিয়ে আসা যাবে, সেটা জানতেই এসেছেন বাবা–মা, প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে। অনেকেই এ আয়োজনে এসে সহায়তা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
রাজধানীর ধানমন্ডি ডব্লিউ ভি এ মিলনায়তনে প্রতি মাসে আয়োজন করা হয় মাদকবিরোধী পরামর্শ সহায়তার। এই অনুষ্ঠানটি দুটো ভাগে বিভক্ত। একটি হলো রোগীর সঙ্গে চিকিৎসকের একান্ত কথাবার্তা ও চিকিৎসাসেবা গ্রহণ । আর দ্বিতীয়টি হলো নাম পরিচয় প্রকাশ না করে মনোরোগ বিশেষজ্ঞদের মতামত ও আলোচনা।
যদিও করোনা পরিস্থিতির কারণে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সাময়িকভাবে বন্ধ আছে।