তথ্যপ্রযুক্তির জ্ঞান পাচ্ছে আলোর পাঠশালার শিক্ষার্থীরা

তথ্যপ্রযুক্তির জ্ঞান পাচ্ছে আলোর পাঠশালার শিক্ষার্থীরা। ছবিটি করোনা মাহামারির আগে তোলা।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট রাজশাহী আলোর পাঠশালাসহ ৬ টি স্কুল পরিচালনা করছে।

রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক মোসা.রেজিনা খাতুন বলেন, ‘কয়েক বছর আগেও রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা কম্পিউটার ‍কি, তা জানত না। রাজশাহী আলোর পাঠশালার জন্য প্রথম আলো ট্রাস্ট থেকে ২০১৯ সালে ডেস্কটপ কম্পিউটার দেওয়া হয়। ওই কম্পিউটার পেয়ে শিক্ষার্থীরা কম্পিউটার হাতে কলমে শেখার সুযোগ পায়। শিক্ষকদের সহায়তায় এখন তাঁরা কম্পিউটারের প্রাথমিক যন্ত্রাংশের নামসহ ছোট ছোট প্রোগ্রামগুলির ব্যবহার শিখছে, ইন্টারনেটের ব্যবহার শিখছে। শিক্ষার্থীরা এখন স্বপ্ন দেখে বড় হয়ে কম্পিউটার প্রকৌশলী হবে।’

মোসা.রেজিনা খাতুন আরও বলেন, ‘গুগল কি, ইন্টারনেট কীভাবে ব্যবহার করে বা ইমেইলে কীভাবে কাজ করা যায়। শুধু নাম শুনেছে। কোনো দিন চোখে দেখেনি। এখন তথ্যপ্রযুক্তির জ্ঞান পাচ্ছে শিক্ষার্থীরা।’

প্রসঙ্গত শিক্ষার্থীদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে রাজশাহী আলোর পাঠশালা। এ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রুটিন তৈরি করে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া বুঝিয়ে দিয়ে আসছেন। এতে করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের যোগাযোগ বাড়ছে আবার শিক্ষার্থীরা তাদের বাড়িতে বসে বিষয়ভিত্তিক সমস্যার সমাধান করতে পারছেন।

রাজশাহী আলোর পাঠশালাটি রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শহীদ মিনার তালাইমারীতে। তালাইমারী শহীদ মিনারের সামনে নিজস্ব কোন জায়গা না থাকায় জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ১১ কাঠা জমিতে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়।