সন্তান কার সঙ্গে মিশছে, খোঁজ রাখতে হবে

মাদকবিরোধী পরামর্শ সভা

মাদকাসক্তদের বেশির ভাগ তরুণ। দেখতে হবে, প্রিয়জন, সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কি না। কার সঙ্গে মিশছে। নতুন কোনো আড্ডা কিংবা বন্ধুর সঙ্গে সম্পর্ক হচ্ছে কি না। ক্লাস ঠিকমতো করছে কি না। বেশি রাত জাগছে কি না, টাকাপয়সা চুরি বা মিথ্যা কথা বলছে কি না, আচরণগত পরিবর্তন ঘটেছে কি না। প্রিয়জন মাদকাসক্ত হলে বোঝার উপায়গুলো এভাবেই বাতলে দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক নাসিম জাহান।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভায় অধ্যাপক নাসিম জাহান এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা। অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার এটি ছিল ১৪তম আয়োজন।

প্রিয়জন মাদকাসক্ত হলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নাসিম জাহান বলেন, মাদকাসক্তি নিরাময়যোগ্য। তাই তরুণদের চাহিদাটা মা–বাবাকে বুঝতে হবে। মা–বাবার সঙ্গে সন্তানদের দূরত্ব কমিয়ে আনতে হবে।