‘শীতের দিনে কম্বলটি পেয়ে খুব ভালো হলো’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আজ বুধবার তাড়াশের রামবল্লভপুর সৎসঙ্গ আশ্রম চত্বরেছবি: প্রথম আলো

টুপলী বালা মাহাতোর বয়স ৮৫ বছর। ঠিকমতো হাঁটতে পারেন না। স্বামী বুধন মাহাতো মারা গেছেন কয়েক বছর আগে। থাকেন ছেলের সঙ্গে। ছেলে দিনমজুর। সংসারে নুন আনতে পানতা ফুরায় অবস্থা। বাড়িতে গরম কাপড় বা কম্বল নেই। তাই শীতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন টুপলী বালা। আজ বুধবার তাঁর হাতে একটি নতুন কম্বল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

কম্বল হাতে পেয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রামবল্লভপুর গ্রামের টুপলী বালা মাহাতো খুব খুশি হন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এশান জাড়েক দিনে কম্বলওয়া পাই কিনু হামনিকের খুব ভালই হইল (শীতের দিনে কম্বল পেয়ে আমার খুব ভালো হলো)। সভিন জিয়ে সুখে রেহিয়া (সবাই সুখে থাকবেন)।’
বুধবার বেলা ১১টায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের রামবল্লভপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম চত্বরে টুপলী বালাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭২ জন নারী ও পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলোর রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা তাঁদের হাতে কম্বলগুলো তুলে দেন।

রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা গ্রামের সত্তরোর্ধ্ব রাজেন ওরাঁও কম্বল হাতে পেয়ে বলেন, ‘শীতেক দিনে কষ্টেক সময় হামনিকের পাশে দাঁড়াইলা, পোরথোম আলো আর বন্ধুসভাকে গড় লাগি (শীতের এমন কষ্টের দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ)।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় বুধবার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আজ বুধবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রামবল্লভপুর সৎসঙ্গ আশ্রম চত্বরে
ছবি: প্রথম আলো

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ। তিনি বলেন, প্রথম আলো অসহায় মানুষকে খুঁজে খুঁজে তাঁদের মধ্যে কম্বল বিতরণ করছে। এটি খুবই ভালো উদ্যোগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ওরাঁও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো, বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবীন্দ্রনাথ মাহাতো, আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি প্রাণেশ মাহাতো, ওরাঁও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নিখিল ওরাঁও, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি মাছুমা আক্তার, সাধারণ সম্পাদক নাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম প্রমুখ।

শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও। সহায়তা পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪ ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।