ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা সম্ভব

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল এক ভুক্তভোগীকে মাদকবিরোধী পরামর্শ দিচ্ছেন। ছবি: প্রথম আলো।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল এক ভুক্তভোগীকে মাদকবিরোধী পরামর্শ দিচ্ছেন। ছবি: প্রথম আলো।

‘নিয়মিত মাদক নেই না। আস্তে আস্তে মাদক ছেড়ে দিব। ছাড়তে চাচ্ছি , না নিলে কস্ট পাই তাই নেই । বাবা মা জোরে করে বিয়ে দিল। আগে বাবা মা বোঝাতো এখন বউ ও বোঝায়। ফেনসিডিল নিতাম এখন ইয়াবায় আসক্ত । কথাগুলো ঢাকার তরুণের। গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্টের ১১৩তম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় অংশ নেন ওই তরুণ।চিকিৎসকেরা পরামর্শ দিলেন ওই তরুণের পরিপূর্ণ চিকিৎসা দরকার।

ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত সভা দুই পর্বে অনুষ্ঠিত হয়। সভায় আসা মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা প্রথম পর্বে চিকিৎসকের সঙ্গে একান্তে কথা বলে ব্যবস্থাপত্র নেন। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। প্রতি মাসে এ সভার আয়োজন করা হয়। সভায় মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, অনেক মাদকাসক্ত ব্যক্তির পরিবারের সদস্যরা মনে করেন, নিরাময় প্রক্রিয়া শেষ হওয়া মানে সব শেষ, আসলে তা নয়। এখান থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু। নিরাময়কেন্দ্র থেকে ফিরে আসার পর পরিবারের সদস্যদের তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। সহায়তা ও ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা সম্ভব।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল ,  সহকারী অধ্যাপক ফারজানা রহমান ও কেন্দ্রীয় মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রের আবাসিক চিকিৎসক মো. রাহেনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।

আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল চারটায় একই স্থানে পরবর্তী পরামর্শ সহায়তা সভা হবে।