নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে অনেকে

কখনো কৌতূহল থেকে আবার কখনো নিজেকে স্মার্ট দেখাতে গিয়েও অনেকে মাদকে আসক্ত হয়ে পড়ে। এই সমস্যা কাটিয়ে উঠতে নিজের ইচ্ছাশক্তি যেমন দরকার, তেমনি পরিবারেরও সহযোগিতা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভায় এসব কথা বলেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার। প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

মেখলা সরকার বলেন, অনেক সময় মাদকাসক্ত ব্যক্তির পরিবার মনে করে, নিরাময় প্রক্রিয়া শেষ হওয়া মানে সব শেষ। আসলে তা নয়। এখান থেকেই মূলত সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু। নিরাময়কেন্দ্র থেকে ফেরা ব্যক্তির প্রতি পরিবারের সদস্যদের সহানুভূতিশীল হতে হবে। ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে কাউকে মুক্ত করা সম্ভব।