অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা

অনেক মাদকাসক্ত ব্যক্তির পরিবার মনে করে নিরাময় প্রক্রিয়া শেষ হওয়া মানে সব শেষ। আসলে তা নয়। এখান থেকেই মূলত সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু। নিরাময়কেন্দ্র থেকে ফিরে আসা ব্যক্তির প্রতি পরিবারের সদস্যদের সহানুভূতিশীল হতে হবে।

সহায়তা ও ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে কাউকে মুক্ত করা সম্ভব। প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভায় এ তথ্য জানালেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট মো. রাহেনুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার এটি ছিল পঞ্চম আয়োজন। এ নিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ১২০টি মাদকবিরোধী পরামর্শ সভা হয়েছে।

গতকালের সভা সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। সভায় অংশ নেওয়া ব্যক্তিরা মাদক ছাড়া করোনাকালে নানা মানসিক সমস্যা নিয়েও পরামর্শ চান।