সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার সামগ্রী বিতরণ

উপহার সামগ্রী হাতে শিশু-বিকাশ কেন্দ্রের শিশুরা।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত সাদত স্মৃতি পল্লীতে গ্রামের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশু-বিকাশ কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। গ্রামের শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে গল্পের বই পড়ার অভ্যাস, ছবি আঁকা ও নৈতিক শিক্ষাবিষয়ক ক্লাস নেওয়া হয় এখানে। এ ছাড়া শিশুদের আনন্দ বিনোদনের জন্য ‘আরজান-আরিশ’ নামে একটি শিশুপার্ক স্থাপন করা হয়েছে। এই পার্কটির নামকরণ করা হয়েছে শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের যমজ দুই নাতি আরজান ও আরিশের নামে। গত ২৫ অক্টোবর ছিল আরজান ও আরিশের জন্মদিন। এ উপলক্ষে ২৭ অক্টোবর শিশু-বিকাশ কেন্দ্রের শিশুদের নিয়ে কেক কাটা, নাচ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ ও গানে অংশগ্রহণ করে শিশু বিকাশের শিক্ষার্থীরাই।

কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করে শিশু-বিকাশ কেন্দ্রের শিশুরা।

শিশুরা তাদের পরিচ্ছন্ন জামা-কাপড় পরে বিকাল সাড়ে তিনটায় প্রকল্পে চলে আসে। শিশু-বিকাশ কেন্দ্রের ৪৫ জন শিক্ষার্থীদের নিয়ে প্রকল্প ভবনের ছাদে এই আয়োজন করা হয়। শিশুরা নিজেরাই বেলুন ফুলিয়ে টাঙিয়েছে। তাদের বেলুন টাঙানোর কাজে সাহায‍্য করে প্রকল্পের কর্মচারীরা। তারপর তারা সমস্বরে হ্যাপি বার্থ ডে টু আরজান-আরিশ বলতে বলতে কেক কাটে শিশুরা। পরে একজন আরেক জনকে কেক খাইয়ে দেয়। কেক খাওয়ার পর্ব শেষ করেই শুরু হয় শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে গান ও নাচে পরিবেশন করে শিশুরা। শেষে শিশুদের মাঝে ছবি আঁকার খাতা,রং-পেনসিল, বিস্কুটের প‍্যাকেট, চকলেট, কোক ও মিষ্টি বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে শিশুরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত হয়।

গান পরিবেশন করছে শিশু-বিকাশ কেন্দ্রের শিশুরা।

উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম‍্যান কুতুব উদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।