নাচের প্রতি তার আগ্রহ অনেক

নাচের ক্লাসের নিয়মিত শিক্ষার্থী নুসরাত জাহান ইনা।

প্রথম আলো ট্রাস্টের অন্যতম একটি প্রকল্প ‘সাদত স্মৃতি পল্লী’। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে এই প্রকল্পের অবস্থান। বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি চালু আছে নানা উদ্যোগ। গ্রামের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ‘আরজান-আরিশ’ নামে একটি শিশুপার্ক স্থাপন করা হয়েছে। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে গল্পের বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, গান, কম্পিউটার শিক্ষা, নৃত্য ও নৈতিক শিক্ষাবিষয়ক ক্লাসের ব্যবস্থা আছে এখানে।

নাচের ক্লাসের নিয়মিত শিক্ষার্থী নুসরাত জাহান ইনা। সে দড়িহাইরমারা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।এই গ্রামের হিরণ মিয়া ও রাহিমা বেগমের কন্যা সে। নাচের আগ্রহ অনেক তার। নিজের আগ্রহ থেকে নাচ শেখে। নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা খানম বলেন, ‘নুসরাত অন্যদের তুলনায় দ্রুত শিখে ফেলেছে। দলীয় নৃত্যের পাশাপাশি একক নৃত্যও ভালো করছে।’

শিশু-বিকাশের কেন্দ্রের শিক্ষার্থী নুসরাত  জানায়, ‘টিভিতে বা  মোবাইলে নাচ দেখে দেখে কিছুটা শিখেছি । নাচের কোথায় কোন মুদ্রা দিতে হবে—এগুলো শিশু-বিকাশ কেন্দ্রে থেকে শিখেছি। নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি ও অভিনয় আমার ভালো লাগে।

প্রতি শুক্রবার বিকেলে ২৫ জন শিক্ষার্থী নাচ শেখে। শিশুদের নাচ শেখান প্রিয়াঙ্কা খানম । ক্লাসে শিক্ষার্থীদের একক ও দলীয় দুটি দলে বিভক্ত করা হয়।

সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।