‘ক্লাস করে গল্পের বিষয় ও শিক্ষণীয় দিকগুলো বুঝতে পারি’

বই পড়ার ক্লাস

নরসিংদীর সাদত স্মৃতি পল্লী প্রকল্পে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সপ্তাহে একদিন বই পড়ার ক্লাস নেওয়া হয়। একজন শিক্ষক একটি গল্প পড়ে শোনান । পরে গল্পের কাহিনি থেকে শিশুদের বিভিন্ন প্রশ্ন করেন৷ শিশুরা নিজের মতো করে পুরো গল্পটাই বলে। এক ঘণ্টার এই ক্লাসে শিক্ষক ওই গল্পের বিষয় ও শিক্ষণীয় বিষয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দেন ৷ গল্পের ক্লাসে শিশুরা অনেক আনন্দ পায়৷

একই ক্লাসে শিশুদের কবিতা আবৃত্তিও শেখানো হয়৷ শিশুদের ইচ্ছে মতো যে কোনো কবিতা আবৃত্তি করতে দেওয়া হয়৷ অথবা তাদের স্কুলের পাঠ্য বইয়ের কবিতা থেকে আবৃত্তি করতে দেওয়া হয়৷ শিশুরা কবিতা আবৃত্তির সময় উচ্চারণে যেসব ভুল করে থাকে সেগুলোর সঠিক উচ্চারণ শিখিয়ে দেওয়া হয়৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে কবিতা আবৃত্তি, গল্প বলা ও সংগীতের ক্লাস হয়।

ছবি আঁকার ক্লাস

শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী সাদিকা জেবিন জানায়, ‘এই ক্লাস থেকে আমরা গল্পের বিষয় ও শিক্ষণীয় দিকগুলো বুঝতে পারি, এটা আমাদের ভালো লাগে৷’

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে শিশুদের মানসিক বিকাশের জন্য বই পড়া, ছবি আঁকা, বাংলার সংস্কৃতি ও সাংস্কৃতিক বিষয়াদিে এবং কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক শিক্ষা প্রদান করা হয়।

সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট৷