প্রথম আলো ট্রাস্টের অন্যতম একটি প্রকল্প ‘সাদত স্মৃতি পল্লী’। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে এই প্রকল্পের অবস্থান। এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।
প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লী প্রকল্পে বিনা মূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হয়। দড়ি হাইরমারা গ্রাম ছাড়াও খোদাদিলা, বীরকান্দি, নীলক্ষা, বাহেরচর, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখানে আসেন বিভিন্ন সেবা নিতে।
প্রকল্পে নিয়মিতভাবে যে সেবাসমূহ দেওয়া হচ্ছে তা হলো-
সাদত স্মৃতি পল্লীতে গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু আছে। সপ্তাহে ২ দিন ৩ জন চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসা সেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। সপ্তাহে ১০৫ জন রোগীকে এই সেবা প্রদান করা হয়। দরিদ্র, অসহায় ৬০ জন বয়স্ককে প্রতি মাসে ১ হাজার টাকা করে বয়স্ক ভাতা দেওয়া হয়। অত্র অঞ্চলের শিশু, কিশোর, যুবকদের পাঠ অভ্যাস এবং জ্ঞান চর্চার জন্য প্রকল্পে একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় দেড় লাখ টাকার নানা ধরনের বই রয়েছে। শিক্ষার্থীরা তাদের একাডেমিক পড়াশোনার বাইরে দেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন জ্ঞান আহরণ করছে এই লাইব্রেরি থেকে। দিন দিন পাঠক বাড়ছে।
গ্রামের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য 'আরজান –আরিশ' শিশুপার্ক স্থাপন করা হয়েছে। প্রকল্পের তত্ত্বাবধানে প্রতিদিন বিকেলে ২ ঘণ্টার জন্য পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ ছাড়া গ্রামের শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে গল্পের বই পড়ে অভ্যাস, ছবি আঁকা, কম্পিউটার শিক্ষা ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস নেওয়া হয়।
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বেশ কিছু কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে প্রায় সব সেবাই চালু করা হয়েছে।