বিজ্ঞান বক্তৃতার চুক্তি স্বাক্ষর ও তিন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতার চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ (বাম থেকে)।
ছবি: খালেদ সরকার

স্বাক্ষরিত হলো বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতার নতুন চুক্তি। শনিবার প্রথম আলোর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে প্রথম আলোর ট্রাস্টের মধ্যস্থতায় তিন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল মেটাল ফাউন্ডেশন।

এ চুক্তির আওতায় আগামী এক বছর বিজ্ঞানচিন্তা ও মেটাল দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছয়টি বিজ্ঞান বক্তৃতার আয়োজন করবে। এসব আয়োজনে দেশের বরেণ্য বিজ্ঞানী ও গবেষকেরা বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি বিষয়ক বক্তৃতা দেবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ, মেটালের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মীর মো. এমদাদুল হক, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অরূপ ঘোষ, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, সহসম্পাদক আবদুল গাফফার এবং হেড অব প্রথম আলো ট্রাস্ট মাহবুবা সুলতানা।

বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞান সচেতন করে তুলতে আমরা মাসিক বিজ্ঞানচিন্তা প্রকাশের পাশাপাশি নিয়মিত বিজ্ঞান বক্তৃতার আয়োজন করছি। এ আয়োজনে আমাদের পাশে থাকায় মেটালকে ধন্যবাদ।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল, প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ এবং হেড অব প্রথম আলো ট্রাস্ট মাহবুবা সুলতানা
ছবি: খালেদ সরকার

বিজ্ঞান বক্তৃতার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর মেটাল ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে তিন অদম্য শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির প্রত্যয়ন পত্র তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, দেশের দরিদ্র ও অদম্য শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রতিবছর উল্লেখযোগ্য শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করছে প্রথম আলো ট্রাস্ট। মেটাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, এই মহতী প্রয়াশে আমাদের সহযোগী হওয়ার জন্য।

মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল বলেন, মেটাল ফাউন্ডেশন সদ্য যাত্রা শুরু করেছে। এই তিন শিক্ষার্থীদের মাধ্যমেই আমাদের বৃত্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

মেটাল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ কামারকাঠি গ্রামের মোসা. সাবনূর, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের তাহমিদা আক্তার ও পঞ্চগড়ের বোদা উপজেলার খেরবাড়ি গ্রামের ইমরান হক। সাবনূর এ বছর জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে, তাহমিদা আক্তার দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজে এবং ইমরান হক মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।

এর আগে, প্রথম আলোয় প্রকাশিত এই তিন অদম্য মেধাবীদের শিক্ষা ও সংগ্রামের কাহিনি ছাপা হয়। এরপর মেটাল ফাউন্ডেশন তাদের বৃত্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করে। আগামী পাঁচ বছর শিক্ষার্থীদের সকল শিক্ষা ব্যয় বহন করবে মেটাল ফাউন্ডেশন।