চাকরি করে পরিবারের হাল ধরতে হবে শিমুলকে

অদম্য মেধাবী তহবিলের শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিমুল হুসাইন।

ব্র্যাক ব্যাংক- প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলের সহযোগিতায় সফলতা অর্জনকারী এক অদম্য মেধাবী শিমুল হুসাইন। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তর পড়ছেন, পাশাপাশি চাকরির প্রস্তুতিও নিচ্ছেন।

শিমুল হুসাইনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পোলবাগুন্দায়। দুই ভাই বোনের মধ্যে শিমুল বড়। মা গৃহিণী, বাবা বর্গাচাষী। নিজেদের বসতভিটা ও সহায়-সম্পদ বলতে কিছুই নেই। বাবার রোজগারে সংসার চলত না। তাই নিজেও কাজ করেছেন। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে গেছেন তিনি। এভাবে কঠোর পরিশ্রম করে ২০১২ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পান শিমুল। পরে প্রথম আলোর স্থানিয় প্রতিনিধির মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করেন প্রথম আলো ট্রাস্টে। তাঁর পারিবারিক অবস্থা ও অদম্য মেধাকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বৃত্তির জন্য অন্তর্ভুক্ত করা হলে নিয়মিত ক্লাস ও পড়াশোনা করেন শিমুল। তার ফল পান হাতেনাতে। এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পান তিনি। তাঁর এই ধারাবাহিক সাফল্যের জন্য বৃত্তি অব্যাহত থাকে স্নাতক পর্যায়ের জন্যও। সেই নির্ভরতায় ভালো করে পড়াশোনা করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। স্নাতকে (সিজিপিএ-৩.৭৪) ভালো ফলাফল করেন। এখন চাকরির প্রস্তুতি ও স্নাতকোত্তর পড়াশোনা একই সঙ্গে চলছে। একটা জব পেলে পরিবারের হাল ধরবেন তিনি।

শিমুল হুসাইন বলেন, ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি সহযোগিতার কারণে পড়াশোনা করতে পেরেছি। তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।’