একজন ভালো চিকিৎসক হতে চাই

নাদিম মাহমুদ

সামর্থ্যহীন রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করাতে চাই। কোন গরীব রোগী টাকার অভাবে চিকিৎসা না পেয়ে আমার কাছ থেকে ফিরে যাবে না বলে আমার বিশ্বাস রয়েছে। আমি একজন ভালো চিকিৎসক হতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। অদম্য মেধাবী নাদিম মাহমুদ এভা্বে বলেন তাঁর জীবনের গল্প। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে উচ্চমাধ্যমিকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জর অদম্য মেধাবী নাদিম মাহমুদ সাহস নিয়ে প্রতিকূলতা অতিক্রম করেছেন, সফলও হয়েছেন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

২০১৫ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পান । ২০১৭ সালে উচ্চমাধ্যমিকে পান জিপিএ-৪ দশমিক ৯২। দুঃখজনকভাবে এইচএসসিতে জিপিএ-৫ ছুটে যাওয়ায় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত হন। বড় একটা ধাক্কা নিয়ে কঠোরভাবে প্রস্তুতি নিতে থাকেন ডাক্তারি পড়ার জন্য। ওইসময় তিনি ট্রাস্টের বৃত্তি না পেলেও প্রথম আলো ট্রাস্টের কল্যাণেই এক ব্যক্তি তাঁকে পড়াশোনার খরচ বাবদ প্রতি মাসে তিন হাজার করে টাকা দিতে থাকেন। এতে তাঁর মেডিকেল কলেজে পড়ার পথ একটু সুগম হয়। পাশাপশি তিনি টিউশনিও করান।