সৃষ্টিশীল কাজে থাকলে সন্তান মাদক নেয় না

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার জানালেন, ‘যে সন্তান ছোটবেলা থেকে পড়ার অভ্যাস করে, বই পড়ে, পত্রিকা পড়ে, ভালো কাজে যুক্ত থাকে, সৃষ্টিশীল কাজ করে, সেই সন্তান মাদক নেয় না।মাদকাসক্তি একটি ব্যাধি। প্রিয়জন আসক্ত হলে অপরাধী নয়, বরং রোগী হিসেবে দেখতে হবে। মাদকের সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক রয়েছে।’

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৯টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।