সন্তান মাদকাসক্ত হলে ধৈর্য ধরতে হবে

মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা

প্রিয়জন মাদকাসক্ত হলে কি করে বুঝব এর উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ওসিডি ও জেরিয়াট্রিক ক্লিনিকের কনসালট্যান্ট ডা.সুলতানা আলগিন জানালেন, যারা মাদক ব্যবহার করছেন তাদের পরিবারের সদস্যরা সবার আগে জানতে পারেন। তাদের প্রিয়জন মাদক গ্রহণ করছেন। মাদক গ্রহণ করলে আচরণগত পরিবর্তন হয়। পড়াশোনায় অনাগ্রহ হচ্ছে অথবা করছে না । নতুন নতুন বন্ধুর সঙ্গে মিশছে । খাবার কমিয়ে দিয়েছে অথবা বেশি খাচ্ছে। বাবা মাকে খেয়াল করতে হবে। অভিভাবকের জন্য পরামর্শ হলো ধৈর্য ধরতে হবে। বন্ধুর মতো আচরণ করে সহযোগিতা করতে হবে। মনোরোগ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

গত ২৮ জুন সোমবার বিকেল চারটা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা। অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার এটি ছিল ২২ তম আয়োজন।

বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এমন হওয়া উচিত যেন সন্তান বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে । অভিভাবকদের আচরণও সেই রকম হতে হবে । প্যারেন্টিং স্টাইল কয়েক রকম হতে পারে। কিছু বাবা-মা চায় সন্তান ডিসিপ্লিন ভাবে চলবে। পান থেকে চুন খসলেই সন্তানকে ধমকের ওপর রাখেন তাহলে সন্তানের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। সন্তান যদি কোন কারণে ভুল করে তবে তাকে বোঝাতে হবে। সব সময় ধমক দিয়ে কাজ হয় না । বাবা মাকে ও বুঝতে হবে তার সন্তান কী চায় । অ্যাডজাস্ট করতে হবে। কিশোর বয়সে ভুল করলে তাকে সেখান থেকে ফিরে আনা দরকার । বাবা -মা সন্তানকে ভালো মন্দ বোঝাতে হবে। বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে । শিশুদের আত্মবিশ্বাস ছোটবেলা থেকেই বাড়াতে হবে। মাদক সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সন্তান সবকিছু খুলে বলবে।

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাওয়ার পর আবার পুনরাসক্তি হতে পারেন। মাদকের সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক রয়েছে। বাড়ি ফিরে গিয়ে মাদকাসক্ত ব্যক্তিকে পুনর্বাসন করতে হবে যেমন কীভাবে তিনি সময় কাটাবেন তা হাসপাতালে থাকাকালীন সময়ে খুঁজে বের করতে হবে। যাতে বাড়ি ফিরে সৃজনশীল কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। প্রয়োজনে তাদের দৈনন্দিন কাজ দিতে হবে।

আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে মাদকাসক্ত হলে বিয়ে দিয়ে দেন । আসলে বিয়ে দেওয়া সমাধান নয় । সুস্থ হলে তাকে বিয়ে দেওয়া যায়।

মাদকাসক্ত হলে চিকিৎসা কোথায় করাব এর উত্তরে ডা.সুলতানা আলগিন জানালেন, রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ, বহি:বিভাগ, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র । এ ছাড়া সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বহি:বিভাগে যোগাযোগ করবেন। এর বাইরে খোঁজ খবর নিয়ে বেসরকারি পুনর্বাসন কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।