মাদকে আসক্ত হওয়ার লক্ষণ কি কি?

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ ফেব্রুয়ারি, ২০২২, রবিবার বিকেল ৪ টায় প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদকবিরোধী আয়োজনটি ছিল মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫১তম পর্ব। এই পর্বে পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৭৮।

প্রশ্ন : মাদকে আসক্ত হওয়ার লক্ষণ কি কি?

উত্তর : কিছু লক্ষণ দেখে রোগীর আশপাশের মানুষেরা বুঝতে পারবেন যে তাদের প্রিয়জন মাদকে আসক্ত হয়েছে। ১৫ থেকে ৬০ বছরের মধ্যে যে কেউ এমনকি ১৫ বছরের নিচেরও যে কেউ যেকোনো সময় মাদকের আসক্ত হতে পারে। যখন একজন শিক্ষার্থীর নিয়মিত রুটিন পরিবর্তন হয়ে যাচ্ছে , সঙ্গে সঙ্গে ব্যবহারে ও আচরনেও কিছু পরিবর্তন আসছে যেমন: হয়তো সারা রাত জেগে আছে, বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, তখনই সচেতন হতে হবে। যতটুকু সম্ভব ছোটবেলা থেকেই মাদকের বিরুদ্ধে সচেতন বার্তা পৌঁছে দিতে হবে।