‘মাদকাসক্তি একটি রোগ’ এটা সকলের মাঝে পৌঁচ্ছাতে হবে

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ ফেব্রুয়ারি, ২০২২, রবিবার বিকেল ৪ টায় প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদকবিরোধী আয়োজনটি ছিল মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫১তম পর্ব। এই পর্বে পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৭৯।

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫১তম পর্ব।

প্রশ্ন: মাদকের সচেতন বার্তাগুলো প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা ও উপায় কি?

উত্তর : প্রথমেই সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দ্বিতীয় বিষয় হলো, মাদকাসক্তি যে একটি রোগ, এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা মাদক থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিজেদের ফিরে আসার গল্প বলতে পারেন। তারা সমাজের জন্য 'রোল মডেল' হিসেবে এগিয়ে আসতে পারেন। আমাদের সমাজে যারা মাদকে আসক্ত তাদের আমার সমাজ থেকে দূরে সরিয়ে দেই। যারা প্রান্তিক পর্যায়ের নেতা আছেন, যেমন চেয়ারম্যান, মেম্বার বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, তাঁরা যদি তাঁদের বিভিন্ন বক্তব্যে মাদকের বিরুদ্ধে সচেতনতার কথা বলেন, তাহলেও কিন্তু মানুষ সচেতন হয়। এর বাইরেই প্রশিক্ষণের একটি বিশেষ গুরুত্ব আছে। ২৬০ জন চিকিৎসকের পক্ষে সম্ভব না ১৮ কোটি মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দেওয়া। তাই চিকিৎসকদের উচিত তৃনমূল পর্যায়ে যাঁরা সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন, সাধারণ নার্স যাঁরা আছেন তাঁদেরকে প্রশিক্ষণ দেওয়া যাতে করে তাঁরা লক্ষণ দেখে বুঝতে পারেন যে কেউ মাদকে আসক্ত কিনা, মাদক তার শরীরের কোথায় এবং কতটা ক্ষতি করেছে। স্কুল-কলজের শিক্ষকদের মাধ্যমেও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা এবং মাদকের চিকিৎসার বিষয়ে সচেতনতা তৈরি করা সম্ভব।