মাদকমুক্ত হওয়ার চিকিৎসা কিভাবে শুরু করতে হবে?

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ ফেব্রুয়ারি, ২০২২, রবিবার বিকেল ৪ টায় প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদকবিরোধী আয়োজনটি ছিল মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫১তম পর্ব। এই পর্বে পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৭৭।

প্রশ্ন : মাদকমুক্ত হওয়ার চিকিৎসা কিভাবে শুরু করতে হবে?

উত্তর : সাইকোথেরাপি 'মোটিভেশনাল ইন্টারভিউইং' এর মাধ্যমে এই থেরাপির প্রক্রিয়া শুরু করতে হবে। সেই সঙ্গে মাদকের কাছে ফিরে যাওয়ার যে ৫টি ট্রিগারিং ফ্যাক্টর (সময়, স্থান, ব্যক্তি, টাকা এবং মোবাইল ফোন) আছে তা থেকে দূরে থাকতে হবে। শেষ ধাপ হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করে দেওয়া।

আমাদের সকলের খেয়াল রাখতে হবে যেই ব্যক্তি চিকিৎসার পরে সুস্থ হয়ে ফিরে আসলেন, সমাজ যেন তাঁকে স্বাদরে গ্রহণ করার মানসিকতা রাখেন।। একজন মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হয়ে ফিরে আসার পর তাঁর প্রতি সকলের আচরণ কেমন হবে সেই বিষয়েও সচেতনটা তৈরি করতে হবে।